সাধারণ প্রশ্ন
অত্র প্রতিষ্ঠান বর্তমান বাংলা মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে আরবি ও ইংরেজি ভাষার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এবং ইংলিশ ভার্সন প্রক্রিয়াধিন আছে।
এখানে জেনারেল শিক্ষা ও ইসলামী শিক্ষার সমন্বয় করে পাঠদান করা হয়। হিফযুল কুরআন, আরবি ভাষা ও ইসলামিক স্টাডিজ ছাড়াও বাংলা, গণিত ও ইংরেজিসহ ক্লাসভিত্তিক অন্যান্য জেনারেল বিষয় পড়ানো হয়।
এতে কওমি সিলেবাস কে ফলো করা হয় পরিপুর্ণ অনুস্বরণ করা হয় না। তবে শিক্ষার্থীরা চাইলে পরবর্তীতে আলিয়া, কওমি অথবা সাধারণ স্কুল ধারায় যেতে পারবে, ইন-শা-আল্লাহ।
বর্তমানে প্রতিষ্ঠানটি কোনো বোর্ডের আওতাধীন নয়। তবে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার কাজ চলমান আছে। নির্দিষ্ট সময়ের পর প্রয়োজন অনুযায়ী যেকোনো বোর্ডের আওতায় আপাতত পরীক্ষা দেওয়া যাবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে তখন নিজস্ব প্রতিষ্ঠান থেকেই বোর্ড পরীক্ষা দেওয়া সম্ভব হবে, ইন-শা-আল্লাহ।
কায়দা, আম্মাপারা ও নাযেরা শেষে ন্যূনতম ৫ পারা হিফয বাধ্যতামূলক। এর বাইরে প্রত্যেক শিক্ষার্থী তার মেধার স্তর অনুযায়ী হিফয সম্পন্ন করবে। যেমন কেউ পূর্ণ হিফয করবে, কেউ ১০ পারা, কেউ ২০ পারা –যার পক্ষে যেটা সম্ভব হয়।
ক্লাস ও পরিবেশ উভয়টিই এমনভাবে সাজানো হয়েছে, যাতে শিক্ষার্থীরা বাস্তব জীবনে ইসলামী আদর্শ ও নৈতিকতা প্রয়োগ করতে শিখে।
তালীম-তারবিয়াতের ব্যাপারে মা-বাবা যেন সন্তানকে পূর্ণ সহযোগিতা করতে পারেন এবং প্রয়োজনীয় সময়ে সঠিক সিদ্ধান্ত দিতে পারেন পাশাপাশি নিজেদেরকেও দীনের সাথে সম্পৃক্ত রাখতে পারেন, সেই লক্ষ্যে আস-সুন্নাহ ইসলামিক স্কুল অভিভাবকের জন্য বিশুদ্ধভাবে কুরআন শিক্ষাসহ দীনিয়াতচর্চার বিভিন্ন প্রোগ্রাম নেওয়া পরিকল্পনা আছে।
এছাড়াও বিশেষ উপলক্ষে অভিভাবকদের জন্য দ্বীনী হালকাহ ও শিক্ষা সেশন আয়োজন করা হয়, যাতে তারা সন্তানের তালীম-তারবিয়তে সরাসরি অংশ নিতে পারেন।
প্রি- প্লে: ৩-৪ বছর
প্লে; ৪-৫ বছর
নার্সারি: ৫-৬ বছর
প্রথম শ্রেণি: ৬-৭ বছর
দ্বিতীয় শ্রেণি: ৭-৮ বছর
তৃতীয় শ্রেণি: ৮-৯ বছর
চতুর্থ শ্রেণি: ৯-১০ বছর
পঞ্চম শ্রেণি: ১০-১১ বছর
সাধারণ প্রশ্ন
আমাদের স্কুল কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশ দিয়ে অথবা ৬০ ফিট বারেক মোল্লার মোড় থেকে খেজুর তলা হয়ে সহজেই খুঁজে পাওয়া যায়।
আমাদের রয়েছে—
বাংলা মাধ্যম
ইংলিশ ভার্সন
হেফজ বিভাগ
নাইট কেয়ার / বিশেষ কেয়ার
হেফজ বিভাগে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স, উচ্চারণ, তাজবিদ, এবং বেসিক কুরআন পড়ার দক্ষতা যাচাই করা হয়। যোগ্য হলে ভর্তি নিশ্চিত করা হয়।
অভিজ্ঞ হাফেজ ও কারীগণের তত্ত্বাবধানে হেফজ পরিচালিত হয়। প্রতিদিন তাজবিদ, সাবাক, নাজেরা এবং নতুন সাবাক অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে করানো হয়।
আমরা জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী আধুনিক জেনারেল শিক্ষা প্রদান করি। অভিজ্ঞ শিক্ষক, ছোট ক্লাস, নিয়মিত মূল্যায়ন—সব মিলিয়ে শিক্ষার মানের ব্যাপারে আমরা বিশেষভাবে সচেতন।
আমাদের দুই শিফটে ক্লাস হয়
মর্নিং শিফটঃ- সকাল ৭টা ৪৫ থেকে ১১টা ৩০মিনিট পর্যন্ত ।
ডে-শিফটঃ- দুপুর ১২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত।
আমরা শিশুদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিই। শিক্ষক-স্টাফ মনিটরিং, সীমিত প্রবেশাধিকার ও নিয়মিত তদারকি রয়েছে।
না, আমাদের প্রতিষ্ঠানে আবাসিক কোনো ব্যবস্থা নাই।
