কেন আমাদের এই স্কুল?
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, সাবধান! দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে সব কিছু অভিশপ্ত; তবে আল্লাহর জিকির ও আল্লাহর পছন্দনীয় বস্তু এবং ধর্মীয় জ্ঞানে শিক্ষিত শিক্ষার্থী ব্যতিত। [তিরমিজি শরীফ, হাদিস নং : ২৩২২]
আমরা এমন এক সার্বজনীন সাফল্যে বিশ্বাসী যাতে ইহকাল—পরকাল দুটোই যথাযথ গুরুত্ব পাবে। আমাদের লক্ষ্য— এমন এক শিক্ষাব্যবস্থা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপহার দেওয়া, যাতে ইহকাল ও পরকালের জন্য তারা প্রস্তুত হতে পারে। এটা এমন এক শিক্ষাব্যবস্থা যার মাধ্যমে শিক্ষার্থীরা প্রচলিত শিক্ষাব্যবস্থার মধ্য দিয়ে আনুষ্ঠানিক শিক্ষা লাভ করে সম্ভাবনাময় ক্যারিয়ার গঠন করবে এবং একই সাথে তাদের ভিত্তিমূলে থাকবে কুরআন—সুন্নাহর আদর্শিক চেতনা।
বর্তমানে আমাদের দেশের শিক্ষাব্যবস্থা দুই ধারায় বিভক্ত— মাদরাসা ও সাধারণ শিক্ষা, যেমন মাদরাসা শিক্ষার মূল লক্ষ্য হলো— ইসলামের ঐতিহ্যগত শিক্ষার সংরক্ষণ ও প্রচার— যা মানবজাতির দুনিয়া—আখিরাতের কল্যাণের জন্য গুরুত্বপূর্ণ।। কিন্তু আমাদের দেশে মাদরাসা শিক্ষার মধ্যে মানুষের বৈষয়িক জীবনের প্রয়োজনীয় জাগতিক শিক্ষা যা আধুনিক শিক্ষা নামে পরিচিত তা খুবই সামান্য। যার ফলে এ জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হওয়া নীতি—নৈতিকতা উৎকর্ষিত এবং কল্যাণকামী আদর্শে গঠিত বিপুল জনগোষ্ঠীর সেবা থেকে দেশ, জাতি ও সমাজের অন্যান্য প্রয়োজনীয় শাখা প্রায় বঞ্চিত।
অপরদিকে, আধুনিক মানসম্মত সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান ও গণশিক্ষা কার্যক্রমগুলোয় নানাবিধ বৈষয়িক ও জাগতিক জ্ঞানচর্চা অন্তর্ভুক্ত থাকলেও কুরআন, হাদিস, আক্বাইদ ও ফিক্বাহ ইত্যাদি ধর্মীয় জ্ঞানচর্চার মৌলিক ও প্রয়োজনীয় বিষয় উপেক্ষিত হওয়ার পাশাপাশি নৈতিক ও মানবীয় মূল্যবোধ চর্চার চরম অনুপস্থিতি পরিলক্ষিত হচ্ছে, ফলে সাম্প্রতিক সময়ে শান্তিময় ইসলামী জীবন—ব্যবস্থার সৌন্দর্যের প্রতি সম্ভাবনাময় মেধাবী তরুণ্যের বিমুখতা ব্যাপকহারে লক্ষ্য করা যাচ্ছে।
এ দুই ধারার শিক্ষা কার্যক্রমের মধ্যে সেতুবন্ধন রচনা করে প্রয়োজনীয় ভারসাম্য বজায় রেখে এক অনন্য সমন্বয় সাধন করা, যাতে ইহকাল ও পরকালে সফল হওয়ার উত্তম শিক্ষা অন্তর্ভুক্ত থাকবে এবং এর মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে আগামী পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার মতো মুসলিম প্রাজ্ঞ ও বিশেষজ্ঞ বের হয়ে আসবে।
কারিকুলাম
- বাংলা মাধ্যম
প্লে — ৯ম শ্রেণি (NCTB কারিকুলাম)
- ইংলিশ ভার্শন (পরিকল্পনাধীন)
প্লে গ্রেট ৫ (Edexcel/Cambridge কারিকুলাম)
- নাইট কেয়ার
জেনারেল শিক্ষার্থীদের জন্য তিন বৎসরে ইসলামী মৌলিক বিষয়ে পাঠদান।
উপরোক্ত দুটো মাধ্যমে সাধারণ শিক্ষার পাশাপাশি সকল ছাত্র—ছাত্রীদের জন্য রয়েছে আল—কুরআন ও ইসলামী কারিকুলাম। নির্বাচিত ছাত্র—ছাত্রীদের জন্য রয়েছে হিফজুল কুরআন এর ব্যবস্থা।
.
বাংলা মাধ্যম ও ইংলিশ ভার্সন প্রসঙ্গে দুটি কথা
আমাদের এই স্কুল প্রচলিত ইংরেজি ভার্সন বা বাংলা মাধ্যম স্কুল থেকে অনেকাংশে ভিন্ন। এই স্কুলে ইংরেজিকে কেবল পড়ালেখার মাধ্যম হিসাবে বিবেচনা করা হয়েছে; সাংস্কৃতিক ও মূল্যবোধের মাধ্যম হিসাবে ইসলামী মূল্যবোধ ও দেশীয় ঐতিহ্যকে প্রাধান্য দেয়া হয়েছে। পুস্তক নির্বাচন, নতুন বই রচনা এবং সম্পাদনার ক্ষেত্রেও ইসলামী মূল্যবোধ ও দেশীয় ঐতিহ্যকে প্রধান্য দেয়া হয়েছে।
পরীক্ষা পদ্ধতি
শিক্ষার্থীদের মূল্যায়নের সুবিধার্থে তিনটি সেমিস্টারে পরীক্ষা নেওয়া হয়। প্রতি সেমিস্টার এর পূর্বে দু’টি করে মাসিক পরীক্ষা নেওয়া হয়। প্রতি পরীক্ষার রিপোর্ট কার্ড অভিভাবকগণের নিকট প্রেরণ করা হয়।
শিক্ষক অভিভাবক সম্মেলন
শিক্ষার্থীদের আদর্শগত লেখাপড়ার মান উন্নয়ন প্রকল্পে প্রতি সেমিস্টারে পরীক্ষার ফল প্রকাশের পর অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে শিক্ষার্থীদের সামগ্রিক উন্নতি-অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে উম্মুক্ত আলোচনা হয়।
শিক্ষা-সফর ও শরীয়ত-সম্মত বিনোদন
শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে ইসলামিক স্কুল শরিয়াসম্মত বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম আস-সুন্নাহ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও শিক্ষা-সফরের আয়োজন করে থাকে, যা ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Meet Our Team
Plugins your themes with even more features.



