প্লে- পাঠদান করানো হয়
১. বাংলা, স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ লেখা-পড়া, স্বরচিহ্ন ব্যবহারসহ শিখবে।
২. ইংরেজী, বড় ও ছোট হাতের বর্ণ লেখা ও পড়া, Vowel বর্ণ দ্বারা দুই অক্ষর বিশিষ্ট শব্দাংশ গঠন করতে পারবে।
৩. গনিত, ১-৫০ পর্যন্ত বাংলা ও ইংরেজী সংখ্যা ও কথায় লেখা এবং পড়ান। জোড়-বিজোড় সংখ্যা শিখবে।
৪. আরবী বর্ণমালা লেখা ও পড়া। বর্ণ দিয়ে যুক্ত শব্দ তৈরি করা ও যুক্ত শব্দ থেকে বর্ণ আলাদা করার যোগ্যতা তৈরি করা।
৫. ফিক্বাহ, অজু,গোসলের মাসআলা, ১২টি হাদিস, ১০ টি প্রয়োজনীয় দোআ, কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত।
শিখনফল
বাংলা, ইংরেজী, গনিত, আরবী অক্ষর লিখতে ও পড়তে পারবে। যুক্ত শব্দের বর্ণ চিনবে।
নার্সারী -পাঠদান করানো হয়
১. বাংলা, আ-কার ও ফলা দিয়ে শব্দ গঠন এবং বাক্য গঠন শিখবে। কিম্পিউটারের পার্টসের নাম শিখবে।
২. English, Vocabulary, Making Sentence, Translation, WH Question & answer.
৩. গনিত, ১—১০০ পর্যন্ত কথায়, সংখ্যায়, ইংরেজী সংখ্যায়, যোগ, বিয়োগ, ১—৬ নং গুনের নামতা।
৪. কোরআন, মাখরাজ, তাজবীদেরর কায়দা ও তেলাওয়াত শিখানো হবে।
৫. ফিক্বাহ, নামাজের মাসাআলা, কালিমা, ১০টি হাদিস, ৮টি প্রয়োজনীয় দোআ শিখানো হবে।
শিখনফল
আরবী, বাংলা ও ইংরেজী বানান করে রিডিং পড়তে পারবে। শব্দ গঠন করতে পারবে।
কে. জি পাঠদান করানো হয়
১. বাংলা, কবিতা/ছড়া, বর্ণ/কার চিহ্ন/ফলা দিয়ে শব্দ গঠন, বাক্য তৈরী, শব্দার্থ ইত্যাদি শিখবে।
২. সাধারণ জ্ঞান।
৩. কি¤পউটার, যন্ত্রাংশের নাম
৬. English, Vocabulary, Making Sentence, Translation, WH Question & answer. Re- arrange the letters and make a meaningful word. Re- arrange the word and make a meaningful sentence.
৭. গনিত, সংখ্যা কথায় ও ইংরেজীতে পড়বে। নামতা, যোগ, বিয়োগ, গুণ ও ভাগ শিখবে, জ্যামিতি বিষয়ক সংজ্ঞা ও চিত্রাঙ্কণ।
৮. কোরআন, তাজবিদ, সুরা—ফাতেহা থেকে নাবা পর্যন্ত বানান করে পড়া ও মুখস্থকরন।
৯. ফিক্বাহ, অজু ও নামাজের পূর্ণ মাসাআলা, জানাজার দোআ ও নামাজ শিক্ষা।
শিখনফল
কোরআনের শুদ্ধ তেলাওয়াত করতে পারবে। আমপারা মুখস্থ পারবে। বাংলা ও ইংরেজী রিডিং পড়তে পারবে। কম্পিউটারের যন্ত্রাংশ দেখে নাম বলতে পারবে।
