প্রথমিক (বয়সসীমা ৭ থেকে ১১ বছর)
- এটি পাঁচ বৎসর মেয়াদী প্রোগ্রাম। এই পর্যায় ব্যাসিক জ্ঞান যেমন ইমান, আকিদা ও ইসলামী আখলাখ শিক্ষা দেওয়া এবং তারা যেন বাস্তব ক্ষেত্রে প্রতিফলিত করতে পারে। সেই প্রচেষ্টা করা হয়ে থাকে।
- আরবী লেখা-পড়ার দক্ষতা অর্জনের জন্য আমরা দারুল উলূম দেওবন্দ ও বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ (কওমী শিক্ষাবোর্ড) কে পথ প্রদর্শক হিসেবে অনুসরণ করি।
- এই পাঁচ বছরে ক্লাসের সাথে সাথে মেধা অনুযাই কোরআনুল কারিম হিফজ করবে এই ক্ষেত্রে হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কে অনুস্বরণ করি
- জেনারেল সাব্জেক্টের ক্ষেত্রে আমরা NCTB (গভমেন্ট) কারিকুলাম অনুসরণ করি।
এই স্তর শেষ করে একজন ছাত্র;
- মেধা আনুযায়ী কোরআনের হিফজ সমাপ্ত করবে।
- বাংলা ও ইংরেজী ভাষা বুঝে পড়তে ও লিখতে পারবে।
- গনিত, সাধারণ বিজ্ঞান, রসায়ণ এবং বানিজ্য ভূগোল এবং ইতিহাস সম্পর্কে ধারণা পাবে।
- ইসলামী আইন (ফিক্বাহ) ব্যাসিক জ্ঞান অর্জন হবে।
