ছাত্র/ছাত্রীদের ড্রেস
- ছাত্রঃ সাদা কালারের পাঞ্জাবী ও পায়জামা (পাঞ্জাবির নিচের অংশে রাউন্ট হবে কাবলীর মত, কলারের নিচে , বুতাম প্লেটের বাম পাশে এক সাইডে নেভিব্লু কাপড় দিয়ে পাইপিং হবে এবং হাতায় দুই সুতা বরাবর সিকন করে পাইপিং হবে ) সাদা টুপি ও কালো স্যু এবং সাদা মোজা।
- ছাত্রীঃ সাদা কালারের ফ্রক জামা ও সেলোয়ার এবং সাদা স্কার্ফ (ফ্রক জামা, সেলোয়ারে ও স্কার্ফে নেভিব পাইপিং।
- শীতকালী ড্রেসঃ উল্ল্যেখিত ড্রেসের সাথে নেভি ব্লু রঙ্গের জ্যাকেট/জার্সি, ট্রাউজার।
